Facebook এ message option না পেলেও মেসেজ পাঠানোর উপায় - Zorex MegaBlog
News Update
Loading...

Tuesday, April 24, 2018

Facebook এ message option না পেলেও মেসেজ পাঠানোর উপায়



অনেকেই প্রাইভেসির জন্য তার ফেসবুকের ম্যাসেজ অপশনটি অফ রাখে, যাতে অপরিচিত কেউ তার সাথে চ্যাট করতে না পারে। মনে কর, জরুরি মুহুর্তে তোমার কারো সাথে চ্যাট করার খুব প্রয়োজন হয়েছে। কিন্তু তার সাথে তোমার ফ্রেন্ড না থাকায় অথবা তার ম্যাসেজ অপশনটি অফ থাকায় তার সাথে যোগাযোগ করতে পারতেছ না। এখন আমি শেখাবো, কারো ম্যাসেজ অপশন অফ থাকলেও তাকেও ম্যাসেজ করার নিয়ম। প্রথমে যাকে ম্যাসেজ করবা তার আইডি কোড সংগ্রহ কর।

https://m.facebook.com/messages/thread/code

তারপর উপরের লিংকের 'code' স্থানে যাকে ম্যাসেজ করবা তার আইডি কোড বসিয়ে এন্টার করলেই ম্যাসেজ করার অপশন চলে আসবে।

Share with your friends

Add your opinion
Disqus comments
Notification
This is just an example, you can fill it later with your own note.
Done