Trial Software ব্যবহার করুন Lifetime - Zorex MegaBlog
News Update
Loading...

Thursday, May 17, 2018

Trial Software ব্যবহার করুন Lifetime

আজ যে সফটওয়্যারটি নিয়ে হাজির হলাম তা দিয়ে ট্রায়াল ভার্সনের সফটওয়্যারগুলো একদম বিনামূল্যে সারাজীবন ব্যবহার করতে পারবেন। আশ্চর্য হবার কিছু নেই। মনোযোগ দিয়ে লিখাটা পরলে যে কেউ কাজটা করতে পারবে।
সচরাচর জনপ্রিয় বিভিন্ন সফটওয়্যারগুলো আমাদের পক্ষে অনেক ডলার খরচ করে কিনা সম্ভব হয় না। অথচ সেই সব প্রয়োজনীয় সফটওয়্যারগুলো অত্যন্ত জরুরী বলে তার ট্রায়াল ভার্সন ব্যবহার করতে হয় বাধ্য হয়ে।

ট্রায়াল ভার্সন সফটওয়্যারগুলোর ফ্রি বা ট্রায়াল ভার্সন একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কম্পিউটারে ব্যবহার করা যায়। এরপর তা ডেট এক্সপায়ারড হলেই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। এখন থেকে আপনি সেই সমস্ত ট্রায়াল ভার্সনের সফটওয়্যারগুলো একদম বিনামূল্যে সারাজীবন ব্যবহার করতে পারবেন।কথা না বাড়িয়ে কাজের কথায় চলে আসি।
১. কাজটি করার জন্য সবার প্রথম সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে এবং Install করতে হবে;

২. এর পর সফটওয়্যারটি ওপেন করেন, নিচের ছবির মত আসবে;
ট্রায়াল ভার্সনের সফটওয়্যারগুলো একদম বিনামূল্যে সারাজীবন ব্যবহার করুন
৩. Browse বাটন ক্লিক করে ট্রায়াল ভার্সন সফটওয়্যারটি সিলেক্ট করুন;
ট্রায়াল ভার্সনের সফটওয়্যারগুলো একদম বিনামূল্যে সারাজীবন ব্যবহার করুন
৪. Choose the new date থেকে আগামী কালকের তারিখ সিলেক্ট করুন;
ট্রায়াল ভার্সনের সফটওয়্যারগুলো একদম বিনামূল্যে সারাজীবন ব্যবহার করুন
৫. Enter a name for create desktop icon বক্সে সফটওয়্যারটির নাম দিন;
ট্রায়াল ভার্সনের সফটওয়্যারগুলো একদম বিনামূল্যে সারাজীবন ব্যবহার করুন
৬. Create desktop short-cut বাটনে ক্লিক করুন;
ট্রায়াল ভার্সনের সফটওয়্যারগুলো একদম বিনামূল্যে সারাজীবন ব্যবহার করুন
৭. ব্যাস, আপানার কাজ শেষ,ডেস্কটপ এ একটি shortcut তৈরি হবে। এখন থেকে সফটওয়্যারটি ওপেন করতে এই shortcut টি ব্যবহার করুন আর বিনামূল্যে সারাজীবন ব্যবহার করতে থাকেন trial software গুলো।

Share with your friends

Add your opinion
Disqus comments
Notification
This is just an example, you can fill it later with your own note.
Done