কিছু ভৌতিক ঘটনা! এমন ঘটতে পারে যে কারো সাথেই... - Zorex MegaBlog
News Update
Loading...

Monday, June 11, 2018

কিছু ভৌতিক ঘটনা! এমন ঘটতে পারে যে কারো সাথেই...




★রাতে সিগারেট খাচ্ছি হেঁটে হেঁটে...এক
লোক এসে হঠাৎ সিগারেটের আগুন
চাইলো...আগুনের আধো আলোয় তার চেহেরা দেখতে গিয়ে আমার পিলে চমকে
উঠলো....কারণ যাকে দেখছি সে আজ থেকে
৪ বছর আগে আত্মহত্যা করে মারা গিয়েছিল...

★বাসায় ফিরছি অনেক রাত করে..পিছু পিছু কে যেন আসছে.. ভাবলাম হয়তো একই এলাকার কেউ হবে...হাঁটার শব্দ পাচ্ছি...কিন্তু চেহেরা দেখার
জন্য পিছনে ফিরে দেখি কেউ নেই...

★রাত ২:৪০...টয়লেটে যাবার জন্য
উঠেছি...টয়লেটটা রুম থেকে একটু দূরেই
ছিলো...সামনে গিয়ে দেখি হঠাৎ আমারই মত কেউ
একজন টয়লেটে গিয়ে ঢুকলো...

★ঘুম ভাঙ্গলো হঠাৎ...
মোবাইলে সময় দেখলাম রাত ৩:২৪...
এপাশ থেকে ওপাশে ফিরে দেখি আমারই মত হুবহু
কেউ একজন আমারই পাশে শুয়ে রয়েছে...

★কথা বলে ফোনটা রাখলাম...রাত বেজে ৩:১১...চা
খাওয়ার নেশা আছে..
চা বানাতে কিচেনে ঢুকতেই আওয়াজ
পেলাম...কে যেন হাঁড়ি ফেলে দিয়েছে..
খুঁজতে গিয়ে দেখি কুচকুচে কালো বিড়াল তাকিয়ে
আছে আমার দিকে..এতোটা ভয়ঙ্কর হতে পারে
বিড়াল তা আগে জানা ছিলো না...

★ পাশের রুম থেকে গভীর রাতে মা ডাকছে পানি
খাওয়ার জন্য...পানি আনতে গিয়ে মনে হলো বাসায়
তো আমি সম্পূর্ণ একা...তাহলে কে ডাকলো...?

★ঘুম আসছে না...সময় দেখলাম রাত ১:৩৬
মিনিট...বিছানা থেকে নামলাম...
নেমে রুমের আয়নার সামনে গিয়ে দেখি কে
যেন আমারই দিকে রক্তচক্ষু হয়ে তাকিয়ে
রয়েছে...

★ রাত ১২:০২ মিনিট...বন্ধু সঞ্জু এসে নক দিয়ে
বললো দোস্ত তাড়াতাড়ি খুল দরজা...ওই একবারই
বললো সে...আমি বারবার জিজ্ঞেস করাতেও তার
কোন উত্তর পাই নি...তাহলে কে হতে পারে
সে...

★রাত জেগে পড়ছি...রাত বেজে ২:৫৭..
পাশের রুম থেকেও যেন গুনগুন করে পড়ার
আওয়াজ আসছে...
কিন্তু আমিই এই বাড়ির একমাত্র সন্তান..আমি ছাড়া আর
কেউ নেই যে এখন অন্যরুমে পড়বে..
পা টিপেটিপে গিয়ে দেখি সাদা একটা ছায়া সামনে বই
খুলে পড়ছে...

★মধ্যরাতে বাইক চালিয়ে বাসায় আসছি...হঠাৎ কাউকে
মেরে দিলাম সজোরে...অনেক দূরে গিয়ে
পড়লাম..কিন্তু যাকে এক্সিডেন্ট করেছি তাকে
খুঁজতে গিয়ে দেখি সেখানে মরা কাক পড়ে
রয়েছে...

★মাগরিবের টাইমে ঘরে ফিরছি...হঠাৎ দেখি ঝড়
তুফান শুরু...দৌড় দিতেই দেখি গাছপালা ভেঙ্গে
পড়ছে আমার উপর...কিন্তু বাসায় গিয়ে দেখি সব কিছু
নরমাল...কোন ঝড় তুফানই হয় নি...


অবাক হবার কিছুই নেই...
এমনটা ঘটতেই পারে যে কারো জীবনে..
সাবধান থাকুন...
রাত বিরাতে হুটহাট কোন কিছুর কারণ খুঁজতে বের
হবেন না...


কেউ কিছু বললে আগে শিওর হয়ে নিন সে
আপনার পরিচিত কিনা...
হয়তো তাতে আপনি নিজেই এমন কিছু দেখার হাত
থেকে রক্ষা পেতে পারেন...


Share with your friends

Add your opinion
Disqus comments
Notification
This is just an example, you can fill it later with your own note.
Done